বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিসের পদ স্থগিত
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জানাহ শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে বিলকিস জাহানের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের পর সারাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়। গত ৫ আগস্ট থেকে সারাদেশে প্রায় ৪০ জনের অধিক বিএনপি-ছাত্রদল-যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীকে দল এবং সংগঠন থেকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া বেশ কিছু নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
এএইচআর/এসকেডি