৫ হাজার মানুষকে খাদ্যসামগ্রী দিলেন বাবলা
পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে শ্যামপুর-কদমতলীর প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা।
গত পাঁচ দিন ধরে রাজধানীর মিরহাজীবাগ, জুরাইন, বড়ইতলা, ঢাকা ম্যাচ, মুন্সি বাড়ীসহ বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামপুর ও কদমতলী থানার সিনিয়র নেতারা।
বিজ্ঞাপন
খাদ্যসামগ্রী বিতরণে গিয়ে বাবলা বলেন, আল্লাহর রহমত ও জাতির পিতার কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে মহামারি করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউ আমরা অনেকটা সফলভাবে মোকাবিলা করতে সক্ষম হয়েছি। সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে এই মহামারির মধ্যেও বাংলাদেশের কোটি কোটি মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধান বিরোধী দল হিসেবে আমাদের পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের নির্দেশে আমাদের দলীয় সব সংসদ সদস্য ও সামর্থ্যবান নেতারাও মহামারির মধ্যে এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে স্ব স্ব এলাকায় সমাজের সব সুবিধাবঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।
বিজ্ঞাপন
এ সময় বাবলা সব ভেদাভেদ ও দলীয় মতভেদ ভুলে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল ও সমাজের বিত্তশালীদের সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এইউএ/আরএইচ