এই হত্যাকাণ্ডের দায় কার, প্রশ্ন আওয়ামী লীগের
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীর ওপর হামলা ও অনেকে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এই হত্যাকাণ্ডের দায় কার, সেই প্রশ্ন রাখা হয়েছে দলটির পক্ষ থেকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলা হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, এই হত্যাকাণ্ডের দায় কার? ৫ আগস্ট থেকে আওয়ামী লীগের লাখ লাখ কর্মীর বাড়িঘর পুড়ে ছাই করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে আরও বলা হয়, মিডিয়া কি স্বাধীন? তাহলে হত্যাকাণ্ড আর জবাই করার নিউজ কোথায়?
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে না। তবে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট, টেলিগ্রাম ও ইউটিউব চ্যানেলে দলীয় আপডেট দেওয়া হচ্ছে।
এমএসআই/এমএ