জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার (২৪ মে) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, বিকেল ৪টায় জরুরি সংবাদ সম্মেলন হবে। এতে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

কী বিষয়ে সংবাদ সম্মেলন জানতে চাইলে শায়রুল বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ঢাকা পোস্টকে বলেন, সংবাদ সম্মেলনে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবেন মির্জা ফখরুল। এরমধ্যে- লকডাউনের নামে সবকিছু খুলে দিয়ে সরকার যে তামাশা শুরু করছে সে বিষয় উঠে আসবে। এছাড়া টিকা ব্যবস্থার অনিয়ম নিয়ে দলের বক্তব্য তুলে ধরা হতে পারে। এছাড়া সাংবাদিকদের নির্যাতন ও খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিও আসতে পারে। 

এএইচআর/এইচকে