ড. রেজাউল
চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে প্রস্তুত হতে হবে
একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
শুক্রবার(১৭ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা জামায়াত ইসলামী আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী ও সাবেক সাথী সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইসলামী আন্দোলনে অবসর গ্রহণের কোরো সুযোগ নেই বরং জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনকে বিজয়ী করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালানো প্রত্যেকের জন্যই অত্যাবশ্যকীয় কর্তব্য। সব নবী-রাসূলগণকেই আল্লাহ তা’য়ালা এই দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী (সা.) একই দায়িত্ব নিয়ে এসেছিলেন। তার আসহাবগণও ইকামাতে দ্বীনের মিশন নিয়ে কাজ করে গেছেন। সে ধারাবাহিকতায় তা এখন আমাদের ওপর অত্যাবশ্যকীয় হয়ে গেছে। তাই কারো পক্ষেই এই আন্দোলন থেকে পিছপা হওয়ার সুযোগ নেই বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে দ্বীনে হক প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল ও আপোষহীন থাকতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ড.মুহাম্মদ রেজাউল করিম বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তারুণ্য নির্ভর ন্যায়-ইনসাফভিত্তিক সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে যুবসমাজকে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনের বীজতলা। মূলত ছাত্র আন্দোলনকেই মূল আন্দোলনের ‘পাওয়ার হাউস’ বলা হয়ে থাকে। বীজতলা যত সমৃদ্ধ ও উর্বর হবে উৎপাদনও ততই গতিশীল ও সমৃদ্ধ হবে। তাই ইসলামী আন্দোলনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হলে ইসলামী ছাত্র আন্দোলনকেই প্রাণবন্ত ও কার্যকারী করে তুলবে হবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য বলেন, ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য দেশের তরুণ সমাজকেই প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছতে হবে। মানুষের সমস্যার চিহ্নিত করে তা সমাধানের জন্য সাধ্যমতো প্রচেষ্টা চালাতে হবে। তারুণ্য নির্ভর দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ করতে পারলেই আগামী দিনে ইসলামের বিজয় অনিবার্য হয়ে উঠবে।
দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে নতুন প্রজন্মকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
পশ্চিম থানার আমির মুহাম্মদ মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলাম রুবেলের পরিচালনায় প্রীতি সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত।
জেইউ/এমএন