মধ্যপ্রাচ্যের দেশ ইরাক থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে দেশটির রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান।

বৃহস্পতিবার (২৭ মে) ইরাকে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত মো. ফজলুল বারী সোনালী ব্যাংকের এমডির সঙ্গে  সাক্ষাৎকালে তিনি এ সহযোগিতার কথা বলেন।

এ সময় তারা ইরাক থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। এজন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন আতাউর রহমান প্রধান। নবনিযুক্ত রাষ্ট্রদূত সোনালী ব্যাংককে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতিঝিল সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল মান্নান, মো. ইদ্রিস, মো. মুরশেদুল কবীর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরের ইরাক থেকে ৩ কোটি ৩২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স আহরণ করে বাংলাদেশ। তবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স আসলে এ অংক আরও বেশি হতো বলে মনে করেছেন ব্যাংকাররা।

এসআই/এসকেডি