স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের বলতে চাই—অতীতকে অস্বীকার করে হয় না। আমাদের স্বাধীনতার সংগ্রামকে আমরা ভুলতে পারবো না। যারা মহান নেতা, যারা এ দেশের রূপকার সে অতীতকে ভুলবেন না। ভোলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার।
 
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সার্জেন্ট জহুরুল হকের হত্যা দিবস উপলক্ষ্যে গণতন্ত্রমুখী নির্বাচনী জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, মুক্তিযুদ্ধের সংগ্রামকে সঠিক পথে পরিচালিত করার জন্য জনগণের সুখ, দুঃখ, ব্যথা, বেদনার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারীদের এক থাকতে হবে। যারা মহান নেতা, যারা এ দেশের রূপকার, সে অতীতকে ভুলবেন না। ভোলা যায় না। 

১২ দলীয় জোট প্রধান বলেন, আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরিত হবে। একটি সুখী, সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব।

১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ সভায় সভাপতিত্ব করেন।

ওএফএ/এমএসএ