উত্তরের সমাবেশে আসা হলো না নোমানের, শোকস্তব্ধ চট্টগ্রাম
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা হিসেবে অংশ নেওয়ার কথা ছিল বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের। সমাবেশে যোগ দিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে চট্টগ্রামে আসার কথা তার। প্রিয় নেতার আগমন ঘিরে সব আয়োজন সম্পন্ন করেছিল উত্তর জেলার নেতারা। কিন্তু সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আসলেন না; পাড়ি জমালেন না ফেরার দেশে।
তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গন, সারাদেশের বিএনপি ও বীর চট্টলায় শোকের ছায়া বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার রুহের মাগফেরাত কামনা, শোক প্রকাশ, স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। রাজনৈতিক ঘরানার বাইরেও চট্টগ্রামে সব দলমতের মানুষের কাছে শ্রদ্ধার আসনে ছিলেন তিনি। অর্ধশতাব্দীর বেশি তার রাজনীতির বয়স।
বিজ্ঞাপন
চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম নোমান। দীর্ঘদিন চট্টগ্রামে বিএনপির রাজনীতির নেতৃত্বও ছিল তার হাতে। মহানগর, উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার প্রায় সব জায়গায় ছিল তার নেতৃত্ব। এসব এলাকায় তার অনুসারীরাই নেতৃত্বের আসনে থাকতেন সব সময়। তাকে ছাড়া চট্টগ্রামে বিএনপির রাজনৈতিক কর্মসূচিও একসময় যেন ছিল অকল্পনীয়।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্ম নেওয়া আবদুল্লাহ আল নোমানের বড় ভাই আবদুল্লাহ আল হারুন ছিলেন চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। ষাটের দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নোমান যোগ দেন ছাত্র ইউনিয়নে। মেননপন্থী ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।
বিজ্ঞাপন
বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের নামাজে জানাজা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে তারা আরেকটি জানাজা। জানাজা শেষে রাউজানের গহিরার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন তাকে করা হবে।
আরও পড়ুন
এদিকে, দলের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে চট্টগ্রামে সমাবেশ স্থগিত করেছে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী আজ সমাবেশের আয়োজন করেছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। সেখানে প্রধান বক্তা হিসেবে আব্দুল্লাহ আল নোমানের থাকার কথা ছিল।
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।
আরএমএন/এনএফ