বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পাহাড়তলী ভেলুয়ার দীঘি জামে মসজিদে খতমে কোরআন ও আসর মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন দিপ্তি বলেন, আবদুল্লাহ আল নোমান শুধু একজন নেতা নন, তিনি আমাদের রাজনৈতিক শিক্ষক ছিলেন। তার আদর্শ, নেতৃত্ব এবং দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শামশুল আলম সামশু, দিদারুর রহমান সুমন, নূর আহাম্মদ গুড্ডু, আজমল হুদা রিংকু, শাহেদ আকবর, একেএম ফজলুল হক সুমন, শহীদ উল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, শাহরিয়ার জিয়া, সাইফুল আলম, আশ্রাফ খাঁন, মোহাম্মদ শাহজাহান, হেলাল হোসেন, মোহাম্মদ ইয়াসিন হোসেন হোসেন ও জহিরুল হক টুটুল।

এমআর/এমজে