সময়সাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও বাজেট প্রস্তাবনা নিয়ে জরুরি সভা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। শনিবার (২৯ মে) বিকেলে রাজধানীর তোপখানায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের প্রেসিডেন্ট ও সাবেক সংসদ সদস্য এস এম আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনএফর সেক্রেটারি জেনারেল ড. নজরুল ইসলাম আল মারুফ, ভাইস চেয়ারম্যান মো. আতিকুর রহমান খান নাজিম, ভাইস চেয়ারম্যান মমতাজ ওয়াহাব খান, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মো. শফিউল্লাহ চৌধুরী, যুগ্ম মহাসচিব এস এম ইসলাম, শ্রমবিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জেন্টু, সৈয়দ মাহবুব হাসান আজাদ শাওন ও খলিলুর রহমান খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার ই কায়নাত, যুব বিষয়ক সম্পাদক রিয়াজুল আহসান রনি, ছাত্র বিষয়ক সম্পাদক সজীব কায়সার মিথুন প্রমুখ।

সভায় ১১টি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবগুলো হচ্ছে- 
 
১. হেফাজত কানেকশন ষড়যন্ত্র -চক্রান্তকারীদের বিরুদ্ধে দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্য গড়ে তোলা।

২. ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট হতে হবে সম্পদের সুষম বণ্টনভিত্তিক গণতান্ত্রিক সমাজের উপযোগী বাজেট।

৩. স্বাস্থ্য খাতসহ সব সেবাখাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাবনা।

৪. কোভিড ১৯ মহামারি চলাকালে উচ্চাভিলাষী নতুন মেগাপ্রকল্প গ্রহণ করা থেকে বিরত থাকা।

৫. স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ও গঙ্গা বাঁধ নির্মাণ এবং ডেল্টা প্রকল্পের দ্রুত বাস্তবায়ন।

৬. সব মন্ত্রণালয় ও বিভাগকে পুনর্গঠন করে বর্তমান মন্ত্রিসভায় পরিবর্তন এনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমমনা রাজনৈতিক দলসমূহকে নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করে বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বান।

৭. আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বাংলাদেশের যে সৈনিক ও জোয়ানরা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি নিরন্তর সমবেদনা জ্ঞাপন।

৮. বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখে প্রতিরক্ষা বাজেট বরাদ্দের বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

৯. উন্নয়ন ও অগ্রগতির সর্বগ্রাসী শত্রু দুর্নীতি বিরোধী অভিযানকে সফল করার জন্য অবিলম্বে দুর্নীতি দমন মন্ত্রণালয় গঠন করা।

১০. পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে অবস্থানকারী মিয়ানমারের রাখাইন প্রদেশের নাগরিক রোহিঙ্গাদের দ্রুত সে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারকে নানামুখী তৎপরতা গ্রহণের আহ্বান।

১১.  করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ ও উৎপাদন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী নিয়োগসহ সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের দাবি।

আরএইচ