জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে ১৫ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে সোমবার (৩১ মে) নয়াপল্টনে ত্রাণ ও রান্না করা খাবার বিতরণ করা হয়। কিন্তু এই কর্মসূচি পালনকালে মানা হয়নি করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি। শুধু তাই নয়, অনুষ্ঠানে শৃঙ্খলা না থাকায় ত্রাণ নিতে আসা অসহায় ও দুস্থ মানুষদের নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেও দেখা গেছে।
সোমবার পল্টন থানা বিএনপির পক্ষ থেকে চাল-ডাল, পল্টন থানা যুবদলের পক্ষ থেকে শাড়ি-লুঙ্গি ও ঢাকা মহানগর ছাত্রদল ছাত্রদল পশ্চিমের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। তিনটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিজ্ঞাপন
ত্রাণ নিতে আসা রহিমা খাতুন, শামসুর নাহার ও বেলাল হোসেনসহ কয়েকজন নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। কারণ জানতে চাইলে রহিমা খাতুন বলেন, আমার শাড়ি নিয়ে গেছে। খাবারটা টানাটানি করে ছিঁড়ে ফেলেছে তারা দুইজন। এ নিয়ে জগড়া। যদিও শাড়ি নেওয়ার বিষয়টি অস্বীকার করেন শামসুর নাহার। তিনি বলেন, আমার শাড়ি আমি নিয়েছি। তার শাড়ি কেন আমি নেব। ওই শাড়িটা আমাকে দিয়েছে। কিন্তু সে সেটা তার বলে দাবি করছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সাংগঠনিক ইমরান সালেহ প্রিন্স বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি শৃঙ্খলা বজায় রাখতে। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং মানুষের ভিড় বেশি হওয়ায় হুড়াহুড়ি হয়েছে। পরবর্তীতে আমরা সুন্দরভাবে ত্রাণ বিতরণ করেছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সহসভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মঞ্জু, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
এএইচআর/এসএসএইচ