মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা : আমিনুল হক
শিক্ষার্থীরা আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার (১৯ এপ্রিল) মিরপুর গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা ‘এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন’র আয়োজনে ছয় শতাধিক এইচএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ। ভবিষ্যৎ সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার হচ্ছেন শিক্ষার্থীরা, যাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছর আমরা যে স্বৈরাচারমুক্ত আন্দোলন করেছি, সর্বশেষ শিক্ষার্থীরাও আমাদের মধ্যে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে এসেছেন এবং স্বৈরাচারমুক্ত করতে সহযোগিতা করেছেন। নতুন বাংলাদেশ গড়ায় আপনাদের ভূমিকা অপরিসীম।
বিজ্ঞাপন
বিএনপি নেতা আমিনুল হক বলেন, বিএনপি শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব সহকারে দেখছে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে। তারা আমাদের শিশুদের বিকৃত ইতিহাস শিখিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে বিকৃত ইতিহাস দূর করবে।
আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার সময়ে তারা ২৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে টাকার বিনিময়ে সনদ দিয়েছিল উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যাদের বয়স ৫০ বছর ছিল, তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এমনকি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তিনিও একজন ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ‘এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের’ চেয়ারম্যান আব্দুল খালেক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি ড. মোহাম্মদ রবিউল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ।
এএইচআর/জেডএস