সংস্কার ও সহযোগিতা নিয়ে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এনসিপির বৈঠক
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকায় এ বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সংস্কার, জবাবদিহিতা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এতে এনসিপি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং তাদের সংস্কারের রোডম্যাপ তুলে ধরে।
বিজ্ঞাপন
এনসিপি প্রতিনিধি দল জানায়, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রূপান্তরকাল পার করছে। এই প্রেক্ষাপটে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও জনগণের আস্থা পুনরুদ্ধার করতে কার্যকর পদক্ষেপ জরুরি। বিশেষ করে জুলাই মাসের গণঅভ্যুত্থান ও পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় দলটি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে আইডিসিপিসি প্রতিনিধি দল বাংলাদেশে চলমান রূপান্তর প্রক্রিয়ায় সমর্থন জানান এবং ডিজিটাল অবকাঠামো, জলবায়ু সহনশীল উন্নয়ন এবং স্বাস্থ্য প্রযুক্তির মতো ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
উভয়পক্ষ ভবিষ্যতেও নিয়মিত সংলাপ ও সহযোগিতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
এনসিপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং তাহসিন রিয়াজ।
চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইডিসিপিসির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং শিউবিন। তার সঙ্গে ছিলেন উপ-পরিচালক চেন শুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়ংপেই এবং অ্যাটাশে ঝাং গুইউ।
এসএসএইচ