বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী ৩ মে (শনিবার)।

আওয়ামী সরকারের সময় বিডিআর হত্যাযজ্ঞ মামলায় কারান্তরীণ থাকা অবস্থায় মারা যান তিনি। পরে বিএনপি এবং তার পরিবার থেকে অভিযোগ করা হয়, শেখ হাসিনার প্রতিহিংসার রোষানলে পড়ে কারাগারে নির্যাতনে তার মৃত্যু হয়েছে। চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা থাকার পরও বিনা চিকিৎসায় কারাগারে মারা যান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু জানান, নাসির উদ্দিন পিন্টুর শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও বাদ জোহর আজিমপুর কবরস্থানে নাসির উদ্দিন পিন্টুর কবর জিয়ারত করবেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিগুলোয় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

এএইচআর/এসএসএইচ