গণঅধিকার পরিষদে যোগ দিলেন বিভিন্ন দলের সহস্রাধিক নেতা
গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতা। শনিবার (৩ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা গণঅধিকার পরিষদে যোগ দেন।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
বিজ্ঞাপন
এসময় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে তিনটি দাবি জানানো হয়। সেগুলো হলো– গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা; ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করা (সব দলের স্বাক্ষরসহ); দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া মানবিক করিডরের সিদ্ধান্ত ও নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি করা হয়।
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণঅধিকার পরিষদ কোনো দেশের দালালি মানবে না। দেশের জনগণের বিরুদ্ধের সব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে গণঅধিকার পরিষদ।
এসএসএইচ