আমির সম্মেলনে ডা. শফিকুর রহমান
দায়িত্ব পালনে ঈমানের সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঈমান ও তাক্বওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদের দায়িত্ব পালন করতে হবে।
রোববার (৪ মে) বিকেলে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দুদিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
জামায়াত আমির বলেন, রাসূল (সা.)-এর জীবন আমাদের আদর্শ। আল্লাহর হুকুম ও রাসূলের সুন্নাহ অনুসরণই আমাদের পথ। শত অন্যায়-নির্যাতনের মধ্যেও আমরা সত্যের ওপর অটল আছি আল্লাহর রহমতে। আমাদের সবসময়ই আল্লাহর নিকট সাহায্য কামনা করতে হবে এবং ঈমান ও তাক্বওয়ার সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আমরা অধৈর্য হইনি, মিথ্যা মামলা সত্ত্বেও কখনো কোনো অন্যায়ের কাছে কখনো মাথানত করিনি। সংগঠনের দেওয়া শিক্ষা ও প্রশিক্ষণ কঠিন মনে হলেও দায়িত্ব ঠিকভাবে বণ্টন ও পালন করলে আল্লাহ তা সহজ করে দেবেন, ইনশাআল্লাহ।
তিনি বলেন, আমরা নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দ্বীনি দায়িত্ব পালন করে যাচ্ছি। আমাদের দায়িত্ব হল ভবিষ্যতে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন তাদেরকে আমাদের চাইতেও বেশী দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা।
সম্মেলনে জামায়াত আমির চট্টগ্রামের দারুল মাআরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা সুলতান যওক নদভী ও দলের সাবেক কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেন। তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করেন।
জেইউ