এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
বিভিন্ন রাজনৈতিক দল, ও পক্ষের সাথে আলাপ-আলোচনার জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আরিফুল ইসলাম আদীবকে কমিটির প্রধান করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
চিঠিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সাথে আলাপ-আলোচনার জন্য জাতীয় নাগরিক পার্টি– এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে।
বিজ্ঞাপন
কমিটির সদস্যরা হলেন- নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।
এমএসআই/এমজে