প্রফেসর ইউনূস ও অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নেই। সংস্কার, বিচার ও নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করে যেতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

তিনি বলেন, ২৪’এর গণঅভ‍্যুত্থান ব্যর্থ হলে এর দায় রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে নিতে হবে। নতুন প্রজন্মকে বর্তমান সময়ের মীর জাফর ও লেন্দুপ দর্জিদের চিনে রাখতে হবে।

শুক্রবার (২৩ মে) শুক্রবার বিকাল ৩টায় আমার এবি পার্টির সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা শাখা আয়োজিত যোগদান ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশ বিরোধী শক্তি সারাদেশে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করে অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। দাবি আদায়ের নামে নানা ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে কঠোর হতে হবে। প্রয়োজনে অযোগ্যদের বাদ দিয়ে দেশপ্রেমিক যোগ্য লোকদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। প্রফেসর ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের পিছু হটার সুযোগ নেই।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই সরকারের প্রধান কাজ হলো সংস্কার, বিচার ও নির্বাচনের ম্যান্ডেট বাস্তবায়ন করা। আমাদের দেশের মানুষের ব্যার্থতার জন্য ২০২৪’এর গণঅভ‍্যুত্থান ব‍্যর্থ হলে এর দায় রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দকে নিতে হবে। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আজ ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিয়ে দেশের স্বার্থকে গুরুত্বহীন করে তুলছেন। নতুন প্রজন্মকে বর্তমান সময়ের মীর জাফর ও লেন্দুপ দর্জিদের চিনে ও মনে রাখতে হবে। 

জেইউ/এমএসএ