হাসপাতালে চিকিৎসাধীন মজনুকে দেখতে গেলেন আমিনুল
হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে দেখতে গেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
রোববার (১ জুন) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মজনুকে দেখতে যান তিনি।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপি নেতা আমিনুল হক অসুস্থ রফিকুল আলম মজনুর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।
গত ২৮ মে নয়াপল্টনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের সমাবেশ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রফিকুল আলম মজনু। পরে বুকের ব্যথা বাড়লে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
এএইচআর/এমএসএ