বাজেটে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে : জেএসডি
ফ্যাসিবাদী শাসনের অর্থনৈতিক নৈরাজ্যের পর গণমুখী বাজেট প্রণয়ন করা খুবই দুরূহ বলে মনে করছেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
সোমবার (২ জুন) প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থ বাজেটের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
শহীদ উদ্দিন স্বপন বলেন, এখনো আমাদের বাজেট প্রণয়ন পদ্ধতি আমলামুখী। অংশীদারিত্বমূলক বাজেট প্রণয়ন করতে পারলে অধিকতর গণমুখী বাজেট করা সম্ভব হতো।
তবে এই বাজেটে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ রয়েছে বলে উল্লেখ করে জেএসডি শীর্ষ এই নেতা বলেন, কিন্তু অর্থনৈতিক সংকট মোকাবিলায় এবং সামাজিক নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতকরণে আরও কার্যকর পদক্ষেপের প্রয়োজন ছিল।
বিজ্ঞাপন
বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা এবং কর্মসংস্থান বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন তিনি।
এএইচআর/এমএন