জরুরি ভার্চুয়াল বৈঠকে বিএনপি, আছেন তারেক রহমানও
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় হিসেবে আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের কথা ঘোষণা করেছেন। তার এই ঘোষণার পর বিএনপির স্থায়ী কমিটি সদস্যরা এক জরুরি বৈঠকে বসেছেন।
শুক্রবার রাতে এ কথা জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি জানান, শুক্রবার রাত ৯টায় ভার্চুয়ালি স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্থায়ী কমিটির অন্য সদস্যরা এতে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
এএইচআর/এমজে