ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, আমরা এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চাই।

রোববার (৮ জুন) চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে ঈদ পরবর্তী মতবিনিময় ও মানবতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির চট্টগ্রাম জেলা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, দেশের চলমান ভয়াবহ সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত জনগণের প্রত্যাশা এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনই আজ মজলুম জনতার হৃদয়ের আর্তনাদ।

তিনি আরও বলেন, দেশ, ধর্ম, গণতন্ত্র, জীবনের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় এখনই ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।

অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআর/এসআইআর