ইরানে ইসরায়েলি বিমান হামলায় বিশ্ব বড় ঝুঁকিতে: খেলাফত মজলিস
ইরানে ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও নীতিমালা ভঙ্গ করেছে ইসরায়েল, যা গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্বকে এক ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
শুক্রবার (১৩ জুন) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, অবৈধ রাষ্ট্র ইসরায়েল আবারও তার সন্ত্রাসী চেহারা উন্মোচন করেছে। এই হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
তারা আরও বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এখনই সোচ্চার হতে হবে। ইসরায়েলের এহেন ঔদ্ধত্যপূর্ণ আচরণের যথাযথ জবাব দিতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিবৃতিতে তারা আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলের এই হামলা কোনো একক ঘটনার অংশ নয়, বরং একটি বৃহৎ ষড়যন্ত্রেরই অংশ। এই পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হচ্ছে।
এমএইচএন/এমএন