‘বিএনপির কথা শুনতে হবে, না হলে ইউএনও-ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে’
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া বলেছেন, প্রশাসন বিএনপির কোনো নেতাকর্মীকে সাইড দিচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ হলে প্রশাসন বাধ্য হবে বিএনপির কথা শুনতে। বিএনপির কথা শুনতে হবে, না হলে ইউএনও-ওসিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে।
গত ১০ জুন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন আয়োজিত ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যা সোমবার (১৬ জুন) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
বিজ্ঞাপন
ইদ্রিস মিয়া বলেন, মনোনয়ন যে পাবে না কেন, আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এখন হাসিনা নেই। রাতের ভোট হবে না। ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা, আজিজুল হক চৌধুরী, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, রেজাউল করিম চৌধুরী নেছার, সাইফুদ্দিন সালাম মিঠুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরএমএন/এআইএস