যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের
ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২২ জুন) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক চলছে।
বিজ্ঞাপন
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ সকাল ১০টায় ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন বিএনপির মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় বিএনপি সূত্র।
এএইচআর/এমএসএ