ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) অবশ্যই পুনর্গঠন হবে।

রোববার (২২ জুন) নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন জমা দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যদি ইসি পুনর্গঠন না হয়, তবে এই ইসির অধীনে ভোটে আসবেন কি না? এমন প্রশ্নের জবাবে  নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশে অনেক সংস্কার শুরু হয়েছে। জনগণের দাবি ইসি পুনর্গঠন হবে, আমরা বি অপশনে যাচ্ছি না। অবশ্যই নির্বাচন কমিশন পুনর্গঠন হবে।

তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে। এনসিপি নিবন্ধন পাবে এবং শাপলা প্রতীকে আগামী নির্বাচনে জয়জয়কার হবে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিনসহ একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বিকেল ৪টার দিকে প্রায় ৫০ জন নেতাকর্মী নিয়ে এনসিপির প্রতিনিধি দল নির্বাচন ভবনে আসে। পরে নির্বাচন ভবনের দ্বিতীয় তলায় ডেস্কপ্যাচে গিয়ে আবেদন জমা দেন তারা।

এসআর/এসএসএইচ