রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশে আসার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম শোক প্রকাশ করেছেন।

শনিবার (২৮ জুন) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মহাসমাবেশে আসার পথে মুন্সিগঞ্জের শ্রীনগরে ৫ জন ও টাঙ্গাইলে ১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কিছু নেতাকর্মী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনায় আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের কাছে সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

এমএইচএন/এসএম