জুলাই সনদ ঘোষণার দাবিতে ইনকিলাব মঞ্চের লাল মার্চ
জুলাই সনদ ঘোষণার দাবিতে ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে লাল মার্চ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল বের করে সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে মৎস্য ভবন কাকরাইল ঘুরে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। এরআগে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সমাবেশে অংশগ্রহণকারীরা ‘ক্ষমতা না জনতা : জনতা জনতা, ‘দিল্লি না ঢাকা ; ঢাকা ঢাকা’, ‘লাল জুলাইয়ের রক্ত ; বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদের রক্ত ; বৃথা যেতে দেব না’—এমন বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ঘোষণা করার জন্য ৩০ দিনের সময় নিয়েছিল, যা গত ২৫ জুন শেষ হয়েছে। জুলাই থেকে আরেক জুলাই চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত সেই সনদ ঘোষণা করা হয়নি। দুই হাজার শহীদ ও ত্রিশ হাজার আহতের রক্তের বিনিময়ে যে ইন্টেরিম সরকার এসেছে, তারা যদি কোনো রাজনৈতিক দলের চাপে সনদ দিতে না পারে, তাহলে সেই দলগুলোর নাম প্রকাশ করা হোক। জনগণই তাদের চাপ দেবে। কোনো একক সংগঠনের স্বার্থরক্ষাকারী ঘোষণাপত্র আমরা মেনে নেব না।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান বিন হাদি বলেন, সরকার ৩০ কার্যদিবস সময় নিয়েছিল ইন্টেরিম সরকার। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণা পত্র দিতে ব্যর্থ হয়েছে। আজ জুলাইয়ের ১ তারিখ অভ্যত্থানের এক বছর কেন ঘোষণা দিতে পারেনি, তার কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি। কোন রাজনৈতিক দলের চাপে তারা আটকে আছে, সেটিও বলেনি। যদি এই জুলাই সনদ না হয়, তাহলে ইতিহাস মনে রাখবে। এটি কোনো রাজনৈতিক দলের স্বার্থেই হয়নি। যদি ইন্টেরিম সরকার না পারে, তাহলে এই মাসের মধ্যেই তারা গণভোট দিয়ে দেখুক, জনগণ পারে কিনা। এই জুলাই কারও ব্যক্তিগত বা দলীয় দলিল নয়—এটি ১৮ কোটি মানুষের। সাংবিধানিকভাবে জুলাই সনদ প্রতিষ্ঠিত না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না।
এসএআর/এআইএস