গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা সমাবেশে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল ও সভা-সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু একটি রাজনৈতিক দল এনসিপির পূর্বঘোষিত কর্মসূচির নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আমরা যা দেখলাম তা খুবই উদ্বেগজনক। মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনাও ছিল বাক-ব্যক্তির স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে গত ৫৪ বছরে পুঁজিবাদী পথে দেশ পরিচালনা করায় সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি বলেই ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছে।

তিনি আরো বলেন, স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ প্রায় ১৫ বছরের আন্দোলনে ফ্যাসিবাদী সরকার পদত্যাগ ও দেশত্যাগ করার পর জনগণ আশা করেছিল জানমাল ও সভা সমাবেশের নিরাপত্তা নিশ্চিত হবে, কিন্তু তা হয়নি। অভ্যুত্থানের এক বছরে এটা প্রমাণিত হলো যে, ব্যবস্থা বদল ছাড়া অবস্থার পরিবর্তন সম্ভব নয়।

তাই ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করার জন্য ছাত্র-শ্রমিক-নারীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ওএফএ/জেডএস