‘নির্বাচনের আগে শহীদ ভাইদের হত্যাকারীদের বিচারের প্রয়োজন’
আসন্ন জাতীয় নির্বাচনের আগে শহীদ ভাইদের হত্যাকারীদের বিচারের প্রয়োজন বলে মনে করেন রংপুরের শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। তিনি বলেন, এক বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত কোনো শহীদের হত্যাকারীর বিচার হয়নি। আমাদের শহীদ ভাইদের হত্যাকারীদের বিচারের দরকার আছে কি না? আমি মনে করি, নির্বাচনের আগে শহীদ ভাইদের হত্যাকারীদের বিচারের প্রয়োজন।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
রমজান আলী বলেন, শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে গত বছরের ২৪ জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, গত ১৭ বছর ফ্যাসিস্টদের আমলে এরকম সম্মেলন কী আমরা করতে পেরেছি কী না? যদি না পেরে থাকি, তাহলে আমাদের ভাইদের যে অগ্রাধিকার, যার জন্য জীবন দিয়েছে, সে অধিকার আমরা ফিরে পেতে চাই।
শহীদ আবু সাঈদের বড় ভাই বলেন, বাংলাদেশের আনাচে-কানাচে ফ্যাসিবাদের দোসরেরা জায়গায় জায়গায় ঘাপটি মেরে আছে। তারা এখন পাঁয়তারা চালাচ্ছে। ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে মানুষ প্রত্যাশিত নির্বাচন পাবে।
বিজ্ঞাপন
এমএসআই/জেডএস