স্ত্রী মমতাজ অলির সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার (২৬ জুলাই) অলি আহমদের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দীন রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ড. অলি আহমদ স্বপরিবারে গত ১৯ জুলাই চট্টগ্রাম ও রাঙামাটি সফরে যান। ২০ জুলাই বিকেলে মমতাজ অলি একটি স্পিডবোটে উঠতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ওই রাতেই তাকে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়।

সালাহ উদ্দীন জানান, ২৩ জুলাই মমতাজ অলির ৫ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

ড. অলি আহমদ স্ত্রী মমতাজ অলির দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন। পাশাপাশি বিপদের মুহূর্তে যারা খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

এএইচআর/এমএসএ