জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত ছাত্র সমাবেশে অংশ নিয়েছেন সংগঠনটির হাজারো নেতাকর্মী। তবে সংগঠন কর্তৃক পূর্বে দেওয়া স্পষ্ট নির্দেশনা অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না।

রোববার (৩ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, ছাত্রদলের বিজ্ঞপ্তিতে থাকা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা উপেক্ষা করে নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করেছেন এবং সেখানে বাস পার্কিং করেছেন। যদিও বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল, সমাবেশের দিন ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

এছাড়াও, কেন্দ্রীয়ভাবে নির্ধারিত জায়গায় অবস্থান করার বাধ্যবাধকতা থাকলেও অনেক নেতাকর্মীকে সমাবেশস্থল ছেড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘোরাঘুরি করতে দেখা গেছে, যা স্পষ্টত নির্দেশনার লঙ্ঘন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের জন্য যে ছয়টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়, তা হলো-

১. ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না।

২. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।

৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করতে হবে।

৪. সমাবেশের দিন ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।

৫. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

৬. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।

এদিন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়। 

এসএআর/এমএসএ