ছাত্র সমাবেশে শামসুজ্জামান দুদু
গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহাই দেওয়া হবে না
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তাদের রেহাই দেওয়া হবে না।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শামসুজ্জামান দুদু বলেন, কেউ কেউ বলছে, আড়ালে নাকি অন্তর্বর্তী সরকার ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু আজকের ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের কোনো রেহাই দেওয়া হবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদু বলেন, বিগত ১৫ বছরে প্রায় পৌঁনে ৫ হাজার বিএনপি, যুবদল, ছাত্রদল ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন। বিগত ১৫ বছরের শহীদ ও জুলাইয়ের এক মাসের শহীদরা প্রমাণ করেছেন বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়।
ঐক্যের ডাক দিয়ে তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারেক রহমানের সঙ্গে লন্ডনে ড. ইউনূসের যে বৈঠক হয়েছে সে বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সে সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এগিয়ে যাবে।
ছাত্রদলকে উদ্দেশ্য করে দুদু বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ এই তরুণদের ওপর নির্ভর করছে। আজকের ছাত্র সমাজ সমাবেশ আমাদের যত হতাশা ছিল তা দূর করে দিয়েছে। আজকের সমাবেশের মাধ্যমে ছাত্রদল প্রমাণ করেছে তারা ঐক্যবদ্ধ।
এসএআর/এমএসএ