ইসলামপন্থি চারটি রাজনৈতিক দলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইসলামী ঐক্য সুসংহত করা, ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। একই সঙ্গে জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে খেলাফত মসলিসের পক্ষে উপস্থিত ছিলেন, মহাসচিব ডক্টর আহমাদ আব্দুল কাদের, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম।

জেইউ/এআইএস