বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন ঝুঁকির মধ্যে পড়লে দেশের নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পাবে।

শুক্রবার (২২ আগস্ট) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে অঙ্গীকার রয়েছে। সরকারের কাজ হচ্ছে রাজনৈতিক দলগুলোর এই সহযোগিতাকে উপযুক্তভাবে কাজে লাগানো। আশা করি, এই ব্যাপারে সরকার প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দেবে।

তিনি বলেন, চট্টগ্রাম  কনটেইনার পোর্টসহ দেশের গুরুত্বপূর্ণ বন্দগুলোর ব্যবস্থাপনায় বিদেশি কোনো কোম্পানিকে লিজ দেওয়ার সিদ্ধান্ত হবে আত্মঘাতী ও অদূরদর্শী।

সভায় উপস্থিত ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, শিকদার হারুন মাহমুদ প্রমুখ।

ওএফএ/এমএন