বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদকে পরাজিত করে বৈষম্যহীন ইনসাফভিত্তিক জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে তারা দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দুঃশাসন-লুটপাটের রাজনীতি অবসানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক সুযোগ। এই নির্বাচনে আনারস মার্কায় ভোট দেওয়া মানেই গণতন্ত্র ও মানুষের অধিকারের বিজয়।

বৃহস্পতিবার (৪ আগস্ট ) সূত্রাপুর-গেন্ডারিয়া থানা লেবার পার্টির উদ্যোগে লোহারপুলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় ঢাকা-৬ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী হিসেবে লেবার পার্টির মনোনীত প্রার্থী রাকেশ রহমানের পক্ষে সমর্থন জানান তিনি।

ডা. ইরান বলেন, লেবার পার্টি শ্রমজীবী-নিপীড়িত মানুষের দল। দুর্নীতি, অর্থপাচার ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে সংগ্রাম অব্যাহত থাকবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করেই অপশক্তির অবসান সম্ভব।

প্রার্থী রাকেশ রহমান বলেন, পুরান ঢাকার দুঃখ-দুর্দশা তিনি কাছ থেকে দেখেছেন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সূত্রাপুর-গেন্ডারিয়াকে মডেল আসনে পরিণত করবেন। বিএনপি জোট তাকে মনোনয়ন দিলে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে এলাকাবাসীকে নিয়ে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ইলিয়াস খান খোকন। বক্তব্য রাখেন জোহরা খাতুন জুঁই, লেবার পার্টির দফতর সম্পাদক মিরাজ খান, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

এএইচআর/বিআরইউ