মহিলাদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের প্রস্তাব চসিক মেয়রের
সংসদ সদস্য পদে মহিলারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য ১০০টি সংসদীয় আসনের প্রস্তাব করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার (১৪ সেপ্টেম্বর) নগরের কাজীর দেউরি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, আজ সংস্কারের কথা হচ্ছে। সেদিন একটি দৈনিক পত্রিকার সংস্কার প্রক্রিয়া নিয়ে এক মতবিনিময় সভায় আমি স্পষ্ট বলেছি, মহিলারা অত্যন্ত অবহেলিত। মহিলাদের যদি সিটি কর্পোরেশনে তিনজন কাউন্সিলরের বিপরীতে একজন করে কাউন্সিলর হতে পারে সরাসরি ভোটে, তাহলে তিনজন এমপির সঙ্গে একজন মহিলা এমপি অবশ্যই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারে। তাহলে আমরা ১০০ জন নির্বাচিত সংসদ সদস্য পাব। আমি চাই, মহিলারা কারো কোনো দয়ায় নয়, তারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হবে। এতে তাদের মর্যাদা বাড়বে, সংসদে কথা বলার একটা সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, আমরা জানি, আট কোটি মানুষের জন্য ছিল ৩০০টি সংসদীয় আসন। এখন প্রায় ১৮ কোটি মানুষ হয়ে গেছে, এখনো সংসদীয় আসন ৩০০টা। আমি বলছি, মহিলাদের জন্য যদি ১০০টা সংসদীয় আসন করা যায়, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ৩১ দফায় বলেছেন যে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা, সেখানে উচ্চকক্ষ থাকবে, উচ্চকক্ষে দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ, পেশাজীবীদের আমরা স্থান দিতে পারব। তাহলে দেখা যাবে, পুরো সংসদে একটা ভারসাম্য হবে এবং তাতে করে পুরো মতামত সেখানে প্রতিফলিত হবে।
বিজ্ঞাপন
দেশ গড়তে মহিলাদের কথা শুনতে হবে মন্তব্য করে মেয়র বলেন, গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমাদের ভাবতে হবে মহিলারা কি চায়, আমাদের ঘরে আমাদের মায়েরা কি চায়, সবার কথা আমাদের শুনতে হবে। রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য, শুধু নিজের উন্নয়নের জন্য নয়।
চাঁদাবাজদের দলে জায়গা না দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের গঠনমূলক রাজনীতি করতে হবে। চাঁদাবাজ-সন্ত্রাসী, যারা জুলাই-আগস্টের অভ্যুত্থানের পরে দলে আশ্রয় নিয়েছে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যেতে হবে। তাদের কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না, কোনো সুযোগ-সুবিধা দেওয়া যাবে না। আমরা ১৬-১৭ বছর ধরে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছি। কিন্তু যারা ৫ আগস্টের পরে এসেছে বা আসবে, ভেবেছে এখন অনেক হালুয়া-রুটি পাওয়া যাবে, সেগুলো খাবে, তাদের কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না। তারা আমাদের ত্যাগী নেতাকর্মীদের পেছনে থাকবে, কোনোভাবেই সামনের সারিতে আসতে পারবে না।
এমআর/এসএসএইচ