আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশে নবনিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ মিস্টার ম্যাক্সিম ক্রিশকো এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন।

গতকাল (৮ অক্টোবর, বুধবার) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনি আসেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে বাংলাদেশে আইএমএফের কর্মকাণ্ড ও চলমান অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি এবং এনসিপির অর্থনৈতিক নীতি নিয়ে বিশদ আলোচনা হয়। কর্মসংস্থান বিষয়ক কর্মসূচি, কাঠামোগত সংস্কার, কৃষকদের ভর্তুকি, জনস্বাস্থ্য ও শিক্ষানীতি এবং সরকারের ফিসকাল ও আর্থিক পলিসি নিয়ে এনসিপির কর্মপন্থা আলোচনায় প্রাধান্য পায়। এনসিপির পক্ষ থেকে ‘২৪ দফার’ আলোকে কিভাবে ভবিষ্যতে আর্থিক খাতে কাজ করা হবে এবং সংস্কারকে টেকসই করার জন্য কাজ করা হবে, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা ও এনসিপির অবস্থান তুলে ধরা হয়।

এনসিপির পক্ষ থেকে যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান জোহান ও ট্রেজারার সাইফ মুস্তাফিজ উপস্থিত ছিলেন।

এমএসআই/এআইএস