সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ থেকে ১৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকারের অদক্ষতা ও সিন্ডিকেটের প্রভাবে বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

আজ (মঙ্গলবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আয় কমে যাওয়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময় তেলের দাম বাড়ানো জনগণবিরোধী সিদ্ধান্ত। এতে শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির ভোগান্তি আরও বাড়বে।

ইরান অভিযোগ করেন, সরকারের নিয়ন্ত্রণহীনতায় প্রভাবশালী ব্যবসায়ীচক্রই এখন বাজার নিয়ন্ত্রণ করছে। 

তিনি অবিলম্বে তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, লেবার পার্টি জনগণের পাশে থেকে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।

এএইচআর/এনএফ