‘ড. ইউনূস শহীদ মিনারে গিয়ে সাইন করলে আমরাও সনদে সাইন করবো’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ড. ইউনূস তার উপদেষ্টাবর্গকে নিয়ে শহীদ মিনারে যাবেন। উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি উনি এটাতে সম্মত হন, আমরাও শহীদ মিনারে যাবো। ওখানে আমরা সাইন করে দেবো।
আজ (মঙ্গলবার) প্রেস ক্লাবে জুলাই সনদ বাস্তবায়ন রুপরেখা শীষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না। সচিবালয় থেকে কোনো সাইন চলবে না। উনাকে (প্রধান উপদেষ্টা) জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। উনি অনেকদিন সবার থেকে লুকিয়ে ছিলেন। উনার আর লুকানোর সুযোগ নেই। যেহেতু জনতা আপনাকে পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি এখন জনগণের সামনে যাবেন, জনগণের সামনে উপস্থিত হবেন, আপনি শহীদ মিনারে যাবেন।
তিনি আরও বলেন, কনসেন্সাস কমিশন থেকে এই সংস্কার প্রক্রিয়ার যে পেপারগুলো রয়েছে, এগুলো এখন আইন মন্ত্রণালয়ে গিয়েছে। অর্থাৎ এগুলো এখন আইন মন্ত্রণালয়ের কাজ। আসিফ নজরুলের সামনে দুইটা চ্যালেঞ্জ রয়েছে। এক নাম্বার চ্যালেঞ্জ হলো এই সংস্কার প্রক্রিয়াগুলো— জনগণের যে দাবি তাকে বুঝিয়ে দিতে হবে। দুই নম্বর হলো, বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশে কোনো এক্সিট প্ল্যান নেই।
বিজ্ঞাপন
এমএসআই/এনএফ