বাংলাদেশে এখন বড় চ্যালেঞ্জ আদর্শিক প্রতিশ্রুতিতে টিকে থাকা
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নৈতিক ও আদর্শিক কমিটমেন্টের ওপরে টিকে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, আজকের বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দুর্নীতি ও নৈতিকতার অবক্ষয়। তার চেয়েও বড় চ্যালেঞ্জ আদর্শিক কমিটমেন্টের ওপরে টিকে থাকা। চলমান বাস্তবতায় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন-ধর্ষণমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্ব দরকার।
বিজ্ঞাপন
আজ (শনিবার) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের ১ম অ্যালামনাই অনুষ্ঠানে আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর খলীলুর রহমান মাদানী। তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান ১২০টি ব্যাচের রেজিস্ট্রেশনকৃত ৩ হাজার শিক্ষার্থীও এতে অংশ নেন।
বিজ্ঞাপন
নূরুল ইসলাম বুলবুল বলেন, চলমান বাস্তবতায় দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন-ধর্ষণমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে তামিরুল মিল্লাত মাদ্রাসা সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু তরুন নেতৃত্ব ও প্রজন্ম তৈরি করে যাচ্ছে।
আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তামিরুল মিল্লাত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা ঐতিহাসিক অবদান রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে বুলবুল বলেন, একটা বিশেষ স্থান দখল করে রেখে যাত্রাবাড়ী অঞ্চলে মাদ্রাসার ছাত্ররাই মূলত নেতৃত্ব দিয়েছিল। অথচ আজকে মাদ্রাসার ছাত্ররা চরম বাস্তবতার মুখোমুখি।
তিনি বলেন, আজকের বাংলাদেশে নৈতিকতা সম্পন্ন ছাত্র, মেধাবী এবং নৈতিকতার সমন্বয়ে দক্ষতা এবং সততা ও দেশপ্রেমের সমন্বয়ে প্রজন্ম গড়ে তুলতে অগ্রনী ভূমিকা পালন করছে তামিরুল মিল্লাত মাদ্রাসা। তারা বাংলাদেশের প্রতিটি সেক্টরে, বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানসহ রাষ্ট্র পরিচালনায় তারা ঐতিহাসিক অবদান রাখছেন।
জেইউ/এনএফ