কলোনিয়াল শাসন কাঠামো উৎখাত না করায় অভ্যুত্থান বিপ্লবে রূপ নিতে পারেনি
কলোনিয়াল শাসন কাঠামো উৎখাত না করায় অভ্যুত্থান বিপ্লবে রূপ নিতে পারেনি বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল।
শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে মুক্তিফোরাম আয়োজিত ‘সিপাহী-জনতার অভ্যুত্থান ও সাংবিধানিক ধারাবাহিকতার ভ্রান্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
আরিফ সোহেল বলেন, ১৮৫৭ থেকে ৭১-৭৫ এমনকি চব্বিশেও আমরা সিপাহী-জনতার একটি বিপ্লবী ঐক্য দেখতে পাই। কিন্তু বিদ্যমান কলোনিয়াল শাসন ও শোষণ কাঠামোকে পুরোপুরি উৎখাত না করায় এই ঐক্য অভ্যুত্থান থেকে বিপ্লবে রূপ নিতে পারেনি। ৭ নভেম্বরে হাজির হওয়া সিপাহী-জনতার লড়াইকে সত্যিকার বিপ্লবে রূপ দিতে হলে রাজনৈতিক সচেতনতা নির্মাণ জরুরি।
তিনি বলেন, বাংলাদেশে ‘সাংবিধানিক ধারাবাহিকতা’কে রাষ্ট্রীয় স্থিতির প্রতীক হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি জনগণের সার্বভৌম ক্ষমতার বিকাশকে বাধাগ্রস্ত করেছে। প্রতিটি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে এই ধারাবাহিকতার নামে শাসকগোষ্ঠী পুরোনো রাষ্ট্র কাঠামোই টিকিয়ে রেখেছে। ফলে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন না হয়ে কেবল মুখোশ পাল্টেছে, গণসার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ আটকে গেছে।
বিজ্ঞাপন
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কবি ও অ্যাক্টিভিস্ট সাঈদ উজ্জ্বল।
এএইচআর/এসএসএইচ