নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত জনগণকে অবজ্ঞা : জামায়াত
জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্তকে জনগণের জুলাইয়ের গণআন্দোলনকে অবজ্ঞা করা বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
তিনি বলেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় অধ্যায়। এই পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত জনগণের গণদাবিকে গুরুত্বহীন করে দেবে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে শাহজাহান বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে ঘোষণা করে সরকার জনগণকে বিভ্রান্ত করছে এবং গণতান্ত্রিক উত্তরণের পথ সংকুচিত করছে। তিনি অভিযোগ করেন, কতিপয় উপদেষ্টার বিভ্রান্তিকর পরামর্শে সরকার দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে। জুলাই বিপ্লবে হাজারো মানুষের আত্মত্যাগের ভিত্তিতে গঠিত উপদেষ্টা পরিষদের যথাযথ দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, জনগণ একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট চায় না। গণভোটের মর্যাদা রক্ষায় জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। তা না হলে জনগণ তাদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, জনগণের মতামত ছাড়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিলে দেশের গণতান্ত্রিক কাঠামো আরও দুর্বল হয়ে পড়বে।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের ভবিষ্যৎ ও জনগণের ভোটাধিকার আজ গভীর সংকটে। এ সংকট থেকে উত্তরণের সর্বোত্তম উপায় হলো জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করা।
তিনি অভিযোগ করেন, ইন্টারিম সরকারের আচরণে আস্থাহীনতা আরও বেড়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সঠিক পদক্ষেপ গ্রহণ করাই এখন জরুরি। সংঘাত নয়, শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের পথেই জামায়াত অটল বলেও জানান তিনি।
এমআর/এমএন