ছাত্রশিবির কোথায় রগ কাটে, কেউ বলতে পারে না : শিবির সেক্রেটারি
ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘রগ কাটার’ অভিযোগ করে থাকলেও কেউ কোনোদিন বলতে পারেনি ছাত্রশিবির কোথায় রগ কাটে। শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শিবিরের মেডিকেল জোন আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এ কথা বলেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
এ অনুষ্ঠানে তিনি বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন এবং শিবিরকে ঘিরে দীর্ঘদিনের ‘রগ কাটা’ অভিযোগের ব্যাখ্যা দেন। সাদ্দাম বলেন,“এই প্রশ্নটা সব জায়গায় করা হয়। কিন্তু ছাত্রশিবির কোথায় রগ কাটে—কেউ বলতে পারে না। রাজশাহীতে কাটে বলে; সেখানে গিয়ে শুনলাম চট্টগ্রামে কাটে। চট্টগ্রামে গিয়ে আবার একই কথা। অভিযোগ থাকলে রাষ্ট্র এতদিনে একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নিত বরং প্রশাসন আমাদের বিরুদ্ধেই ছিল।”
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “গুম কমিশনের রিপোর্টে বিএনপি প্রথম জায়গায়, আর দ্বিতীয় পজিশনে আছি আমরা—৩১ শতাংশ। রাষ্ট্রযন্ত্র আমাদের ওপরই ঝাঁপিয়ে পড়েছিল। অথচ রগ কাটার কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি।”
ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণার প্রসঙ্গ টেনে সাদ্দাম বলেন, “জুলাই আন্দোলনের সময় প্রথমে বলা হয়েছিল—জামায়াত-শিবির-বিএনপি করছে। পরে বলা হলো—জামায়াত-শিবির। এরপর বলা হলো—শিবিরই করছে। শেখ হাসিনা আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন, তার কাছে ডিজিএফআইয়ের রিপোর্ট আছে। আমরা অনেক নিপীড়ন সহ্য করেছি, কিন্তু এসব অভিযোগ প্রমাণ হয়নি।”
বিজ্ঞাপন
তার ভাষায়, “রগ কাটা দিয়ে কাজ হয়নি বলে এখন বিএনপি ‘গুপ্ত’ বলা শুরু করেছিল। এখন সেটাও ছেড়ে দিয়েছে। কারণ এসব প্রোপাগান্ডা আর চলে না।”
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা ইশরাত জাহান রিফাত। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিবিরের বিভিন্ন কেন্দ্রীয় নেতা এবং ছাত্রলীগের হাতে নিপীড়নের শিকার সাবেক মেডিকেল জোন সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান।
টিআই/এমটিআই