জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্ট অ্যালায়েন্স।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ সংলগ্ন জিয়া উদ্যানে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মাঝে তারা খাবার বিতরণ করেন।

একই সঙ্গে ব্রিটিশ ল’ স্টুডেন্ট অ্যালায়েন্সের নেতারাও পথ শিশুদের সঙ্গে দুপুরের খাবারে অংশ নেন।  ব্রিটিশ ল’ স্টুডেন্ট অ্যালায়েন্স মারভেলাস একাডেমী ইউনিটের  জিসিয়া আহমেদ, কাজী হিসামুল হক ফাহাদ ও তাজওয়ার সিনহার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন বৃহস্পতিবার (আজ)। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তিনি।

এমএইচডি/বিআরইউ