কিশোরগঞ্জে বাজিতপুরে ১২ দলের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার মিছিলে হামলার নিন্দা জানিয়েছে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

শনিবার (২২ নভেম্বর) রাতে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আজ আমাদের ১২ দলীয় জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল  হুদার নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি ছিল। বাজিতপুর পৌরসভার ফায়ার সার্ভিস মোড়ে সেই মিছিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে হামলা করা হয়। মিছিলে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ১২ দলীয় জোট।

বিবৃতিতে ১২ দল জোট হামলাকারীদের বিরুদ্ধে বিএনপির দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ এবং দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানায়।

বিবৃতিতে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান স্বাক্ষর করেছেন।

এসএসএইচ