রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল কমির আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

মঙ্গলবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, এই হামলা সরকারের ফ্যাসিবাদী আচরণেরই বহিঃপ্রকাশ। গুলি করে ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না।

এ দুই নেতা বলেন, চারিদিকে ফ্যাসিবাদী সরকারের পতনের শব্দ পাওয়া যাচ্ছে। পতনের আতংকে সরকার চরম প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠছে। কিন্তু তারা ভুলে গেছে বিরোধী দলের উপর অত্যাচার-নির্যাতনের মাধ্যমে অতীতেও কোনো সরকার পতন ঠেকাতে পারেনি। বর্তমান সরকারও পারবে না।

নেতারা আরও বলেন, ভোট ডাকাতির মাধ্যমে প্রতিষ্ঠিত অবৈধ সরকার বিরোধী রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। কিন্তু কোনো বাধা বিরোধী দলের ক্রমবর্ধমান অগ্রযাত্রাকে রোধ করতে পারবে না।

এএইচআর/এসকেডি