বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া করোনার টিকার দ্বিতীয় ডোজ বুধবার (১৮ আগস্ট) নেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিএনপির পক্ষে থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়ে জানানো হয়েছে। 

খালেদা জিয়ার একান্ত সচিব আব্দুস সাত্তার ঢাকা পোস্টকে বলেন, ‘বুধবার দুপুর ২টার দিকে ম্যাডাম করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়া কথা রয়েছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।’

এর আগে গত ১৯ জুলাই রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে আমেরিকার তৈরি মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার পাঁচ বছরের কারাদণ্ড হয়। এরপর প্রথমে পুরান ঢাকার বিশেষ কারাগার ও পরে কারাবন্দি অবস্থায় বিএসএমইউর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার নির্বাহী আদেশে তার ছয় মাসের সাজা স্থগিত করে মুক্তি দেয়। এরপর আরও দুইবার তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ান সরকার।

এএইচআর/ওএফ