ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরোধিতা করার অভিযোগ উঠেছে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বিরুদ্ধে।

নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ১৩ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর লিখিত অভিযোগ করেছেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রসিদ ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ।

লিখিত অভিযোগে তারা বলেন, নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক নৌকার বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কার্যক্রম পরিচালনা করেছেন। উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের ভয়ভীতি দেখিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধি অমান্য করে নির্বাচনের ফলাফল নিশ্চিত করতে এলাকায় অবস্থান করে প্রশাসনের পরোক্ষ সহযোগিতায় নৌকাকে হারিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, কেবল ইউপি নির্বাচন নয়। কালিয়া পৌরসভা নির্বাচনেও তিনি নৌকার বিরোধিতা করেছেন। স্থানীয় এমপির এমন কার্যক্রমে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ছেন। তিনি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তৃণমূল নেতাকর্মীদের হুমকি দিয়ে আসছেন। এতে কর্মীরা জীবন শঙ্কায় দিন পার করছেন।

এ অবস্থায় কালিয়া আওয়ামী লীগকে ‘ভাই লীগ’ থেকে বাঁচাতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি বিনীত অনুরোধ জানান তারা।

এইউএ/এমএইচএস