ফাইল ছবি

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরায় বাংলাদেশের সেনাপ্রধানকে জড়িয়ে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামের অনুসন্ধানী প্রতিবেদনটিকে উদ্দেশ্যমূলক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। 

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এসব বলেছেন ১৪ দলের মুখপাত্র। ওই তথ্যচিত্রটি প্রকাশের পর থেকেই আওয়ামী লীগ নেতারা সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে এর কড়া সমালোচনা করে আসছেন। বাংলাদশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পৃথকভাবে  প্রতিবেদনটির বিষয়ে নিন্দা জানিয়েছে।   

আজকে দেওয়া বিবৃতিতে আমু বলেন, করোনা সংকট মোকাবেলায় সরকারের সাফল্য, পদ্মাসেতুসহ মেগা প্রকল্পগুলো যখন দৃশ্যমান, উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু কন্যার মানবিক ও আদর্শিক নেতৃত্ব যখন বিশ্বব্যাপী প্রশংসিত ঠিক সেই মুহূর্তে এমন প্রতিবেদন দেশবিরোধী ও প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের রাজনীতির নির্লজ্জ বহিঃপ্রকাশ। 

আমির হোসেন আমু বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে যারা বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে, এই অপপ্রচার সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। বিদেশে বসে যারা দেশবিরোধী অপপ্রচার করছে এবং উস্কানি দিচ্ছে আল জাজিরার প্রতিবেদনে, সেই অশুভ চক্রের যোগসাজশ রয়েছে। এই প্রতিবেদন বিদেশভিত্তিক আরেকটি ষড়যন্ত্র। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের বিরূদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।

আলজাজিরার ওই প্রতিবেদনটির বিষয়ে আইএসপিআর বলছে, এটি সাম্প্রতিক সময়ে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তের পুনরাবৃত্তি। আল-জাজিরার মতো কোনো আন্তর্জাতিক নিউজ চ্যানেল কীভাবে এ ধরনের অপরাধের রেকর্ড থাকা অসৎউদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তিদের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারে তা স্পষ্ট নয়। প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন অফিসিয়াল, সামাজিক এবং ব্যক্তিগত ইভেন্টের ক্লিপ একসাথে যুক্ত করে ভিডিওটি তৈরি করা হয়েছে। সংযোগহীন বেশ কয়েকটি ঘটনার ভিডিওচিত্রের ব্যকগ্রাউন্ডে ভয়েস যুক্ত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।  

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাজ্যসহ বিভিন্ন স্থান থেকে তাদের মিত্রদের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে করা ভিত্তিহীন ও বানোয়াট প্রচার প্রত্যাখ্যান করেছে ঢাকা। জামায়াত ইসলামীর পৃষ্ঠপোষকরা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছিল, যাদের মধ্যে আল জাজিরা অন্যতম। মূলত জামায়াত ইসলামীর দণ্ডিত বা অপরাধীরা এসব ষড়যন্ত্রে সাহায্য করছে। তাদের পৃষ্ঠপোষকতায় এসব প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

তবে আলজাজিরার ওই তথ্যচিত্র বাংলাদেশের জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে বলে মনে করছে বিএনপি। এ বিষয়ে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা চায় দলটি। 

এইউএ/এনএফ